
নুর আহাম্মদ মিলনঃ
লক্ষ্মীপুর সদর উপজেলা পৌর ভুমি অফিসের সৌন্দর্য্য বর্ধনে ও কাজের গতিশীলতা বজায় রাখতে,সদর উপজেলার তত্ত্ববাবধানে নব-নির্মিত ভুমি অফিসের প্রধান ফটক ও বাউন্ডারী ওয়াল সম্প্রসারণ কাজটি উদ্বোধন করা হয়।
আজ ২৪ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকার সময় ভুমি অফিসের নবনির্মিত প্রধান ফটক ও বাউন্ডারী ওয়াল ও সম্প্রসার কাজে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এসময় উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ,ভুমি অফিসের সহকারি কর্মকর্তা অভি দাস, ভুমি সার্ভায়ার প্রমেশ্বরসহ ভুমি অফিসেরে সকল কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।