লক্ষ্মীপুরের প্রান্তিক কৃষকদের ধান কেটে দিলেন যুবলীগ নেতা আশরাফ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহবানে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধান কাটা কর্মসূচীর অংশ হিসেবে গত ১০ মে সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ নেতা আশরাফুল আলমের ব্যক্তিগত উদ্যোগে যুবলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নে হাতে এবং হারভেস্টার মেশিনের মাধ্যমে
৪জন প্রান্তিক কৃষকের ৩-একর জমির ধান কেটে ও মাড়াই করে বাসায় পৌঁছে দেন।এসময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ছগির আহমেদ,সাবেক ছাত্রনেতা ওমর ফারুক মিঠু, অন্তর,নিশান,কাজী ওয়াকিল,তারেক,মহিমউদ্দিন জাকির হোসেন রুবেল,শাকিল হোসেন,জুয়েল,সজীব সহ স্থানীয় যুবলীগ নেতৃত্ব বৃন্দ।করোনা কালীন সময়ে করোনা আক্রান্ত মানুষদের পাশে থেকে এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী মানুষদের দাফন করে সাধারণ মানুষদের পাশে ছিলেন যুবলীগ নেতা আশরাফুল আলম। মানবিক কাজে প্রতিটি সময়ে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে লক্ষ্মীপুরের সাধারণ মানুষ এবং যুবলীগ নেতাকর্মীদের মাঝে আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি। দেশের প্রতিটি সংকটে-সংগ্রামে-মানবিকতায় শেখ হাসিনার পাশে থেকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ায় সকলকে সম্পৃক্ত থাকার আহবান জানান যুবলীগ নেতা আশরাফ।