
নুর আহাম্মদ মিলন:
০৯ ফেব্রুয়ারি রবিবার বিকেল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজারে লোকনাথ হেয়ার কাটিং সেলুনে চুল কাটাতে আসা ৬ বছর বয়সী একটি কন্যা শিশুকে যৌন নিপিড়নের একপর্যায়ে তার দোকানের পিছনে নিয়ে যায় ভোলার বিশ্বনাথ চন্দ্র দাস ।
মেয়েটির শৌর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জনতা চরম ক্ষোভ প্রকাশ করতে থাকলে স্থানীয়দের কেউ একজন রায়পুর থাউপস্থিতনা পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিশ্বনাথকে আটক করে রায়পুর থানায় নিয়ে আসে।
রায়পুর থানার পুলিশি হেফাজতে রয়েছে।