
নুর আহাম্মদ মিলন:
০৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দিঘলী ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্যগণের অংশগ্রহণে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ শিব্বির আহমেদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,।
এসময় ইটভাটায় পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স না থাকা এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় মেসার্স ভাই-ভাই ব্রিকস ম্যানু:, পশ্চিম দিঘলী, লক্ষ্মীপুর সদর এর মালিক মো: শেখ মুজিবুর রহমানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ২,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও ভাটার চিমনি ভেঙ্গে ফেলা দেওয়া হয় এবং ভাটা বন্ধ রাখার জন্য মুচলেকা গ্রহণ করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে