দেলোয়ার হোসেন
সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় র্যাব-১৩ এর একটি আভিযানিক দল লালমনিরহাটের আদিতমারী এলাকায় মহাসড়কে টহল ও চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সজল হোসেন (২০), পিতা-মোঃ নজরুল ইসলাম, কালিগঞ্জ, লালমনিরহাটকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে উদ্ধার করা হয় ১১৪৫ বোতল ফেনসিডিল এবং জব্দ করা হয় মাদক বহনকারী একটি ট্রাক। এছাড়াও, র্যাব-১৩ এর অপর একটি আভিযানিক দল রংপুরের মিঠাপুকুর এলাকায় মহাসড়কে টহল ও চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল হক (৩৮), পিতা-মোঃ নজরুল হক, ফুলবাড়ী, কুড়িগ্রাম, ২। মোঃ সম্রাট হোসেন (২৮), পিতা-মোঃ রমজান আলী, সদর, পাবনা ও ৩। শ্রী আশিষ কুমার (২৩), পিতা-শ্রী আশুতোষ মৈত্র, চাটমোহর, পাবনাদের’কে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ও ৮০.৯ কেজি গাঁজা এবং জব্দ কর হয় মাদক বহনকারী একটি জীপ (এসইউভি)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃত সজল জানায় গত ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বাদামের বস্তার ভিতরে কৌশলে বাদামের সাথে ১১৪৫ বোতল ফেনসিডিল ট্রাকের মাধ্যমে লালমনিরহাট থেকে বগুড়া হয়ে রাজধানীতে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ সময় লালমনিরহাটের আদিতমারী এলাকায় র্যাব কর্তৃক চেকপোষ্ট পরিচালনা করাকালীন সময় বাদাম বহনকারী ট্রাকটি তল্লাশী করে বাদামের বস্তার ভিতরে ১১৪৫ বোতল ফেনসিডিল পায়। এছাড়াও একটি জীপ (এসইউভি) এর ব্যাক ডালার ভিতরে সাদা পলিথিনে মোড়িয়ে ৮০.৯ কেজি গাঁজা রংপুর হতে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে রংপুরের মিঠাপুকুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের উপর র্যাব কর্তৃক চেকপোষ্ট পরিচালনা করার সময় উক্ত জীপ তল্লাশী করে গাড়ীর ব্যাক ডালার ভিতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০.৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উত্তরকৃত মাদকের বর্তমান বাজার মূল্য কয়েক লক্ষ টাকা
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।