মোঃজাহিদুল ইসলাম-র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১২ মার্চ ২০২৪ তারিখ রাত অনুমান ০০.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি (কক্সবাজার ক্যাম্প) এর আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা মরাগাছ তলা রোহিঙ্গা বাজারস্থ মাছ বাজারের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে আইনের সহিত সংঘাতে জড়িত দুই শিশুসহ তিনজন ডাকাত/ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত স্থানে ছিনতাই/ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল বলে জানায় এবং র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট ধৃত হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃতদের তল্লাশী করে তাদের হেফাজত হতে স্টীলের হাতলে সংযুক্ত মোটর বাইকের ডিস্ক দিয়ে তৈরী ০১টি দেশীয় কুড়াল সদৃশ বস্তু, ০১টি হাতুড়ি, ০২টি ছুরি, ০৩টি বাটন ফোন এবং নগদ ৪৭০/- টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন, ১) মোঃ সিফাত (১৯), পিতা-মোঃ মীর কাসেম, সাং-জামতলি, ৫নং ওয়ার্ড, পালংখালী ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার। ২) শাহিন ইমরান রনি @ মিজান (১৭), পিতা-মোঃ মীর কাশেম, সাং-বালুখালী, ০২নং ওয়ার্ড, পালংখালী ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার। ৩) মোঃ আজিজুর রহমান (১৭), পিতা-আলী আকবর, সাং-জামতলী, ০৫নং ওয়ার্ড, পালংখালী ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত দলটি একত্রে সমবেত হয়ে স্থানীয় জনসাধারণকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান সামগ্রী, অর্থ-কড়ি ও মোবাইল ছিনতাই/ডাকাতি করতো। গ্রেফতারকৃতরা ইতিপূর্বেও উখিয়াসহ জেলার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির মত অপরাধের করেছে বলে স্বীকার করে। র্যাব-১৫ জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকাকে জানিয়েছেন উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ডাকাত দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজারের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।