মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ
স্টলে বসে ধূমপান করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী দিজুলকেফলি আহমেদ বুধবার এক্সে দেওয়া একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোহামদ হাসান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জরিমানার অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী এক্সে জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তবে, ঠিক কত রিংগিত জরিমানা করা হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।
কঠোর ধূমপান নিষেধাজ্ঞা
মালয়েশিয়ায় জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। এ আইন ভঙ্গকারীদের সর্বোচ্চ ৫ হাজার রিংগিত (প্রায় ১৪ হাজার টাকা) জরিমানা গুনতে হয়। নেগেরি সেম্বিলান প্রদেশ সফরে গিয়ে এক স্ট্রিটফুড স্টলে ধূমপান করেন মোহামদ হাসান। এই দৃশ্য ক্যামেরাবন্দি করে একজন তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
জনপ্রতিক্রিয়া ও দুঃখ প্রকাশ
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। বুধবার এক্সে দেওয়া পোস্টে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন মোহামদ হাসান। তিনি বলেন, “আমি এ ঘটনার জন্য দুঃখিত এবং জরিমানার অর্থ ব্যক্তিগতভাবে পরিশোধ করব।”
এই ঘটনা মালয়েশিয়ার ধূমপানবিরোধী কঠোর আইন প্রয়োগের দৃষ্টান্ত হিসেবে আলোচনায় এসেছে। জনগণের সামনে একজন মন্ত্রীর এমন দায় স্বীকার করার বিষয়টি প্রশংসিত হলেও, নেটিজেনদের একাংশ এ ঘটনায় সমালোচনা করতে ছাড়েনি।
-সরে/মা/বি