
মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর সবচেয়ে বৃহত্ত র একটি উপজেলা বেগমগঞ্জ। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে এ উপজেলা বেশ গুরুত্বপূর্ণ। তবে রাজধানীর এত নিকটবর্তী উপজেলা হওয়া সত্ত্বেও এ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অনেক রাস্তা এখনো পড়ে আছে বেহাল অবস্থায়। এমনই একটি এলাকা হচ্ছে বেগমগঞ্জ উপজেলাধীন ৫নং ছয়ানী ইউনিয়নে ৩নং ওয়ার্ডের পশ্চিম ছয়ানী বাজারের প্রধান সড়ক থেকে দাস বাড়ী সামনে দিয়ে যাওয়া মহতাপুর পযর্ন্ত প্রায় দেড় কিলোমিটার পথ রাস্তার বেহাল অবস্থা।এছাড়া ঐ এলাকার আশপাশের সব রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছে স্থানীয়মতে প্রায় ৩০ বছর আগেই।ফলে ছয়ানী ইউনিয়নের বাজার করতে আসা মানুষ,স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ও সাধারণ পথচারীরা প্রতিদিন প্রতি মুহূর্তে চলাচলের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা,কেউ রাস্তা দিয়ে চলাচলের সময় পা পিছলে পড়ে যাচ্ছে কাদা মাটিতে। ভাঙা রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে চালকরা।
অন্যদিকে রাস্তাগুলো সংস্কার করে চলাচলের উপযুক্ত করার অনুরোধ জানাচ্ছেন এলাকাবাসী।
রাস্তায় মানুষের চলাচলপথের যে বেহাল অবস্থা এদিকে রাস্তার যে বেহাল দশা,এই রাস্তা দিয়ে গ্রামের কোন রোগী জরুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় মৃত্যু পযর্ন্ত হয়ে থাকে,এতে জনগণ খুবই ক্ষিপ্ত চেয়ারম্যানের উপর।ফলে এলাকায় বাজার গুলোতে সমাচোলনা করে থাকে।এছাড়া এলাকাবাসী নিজ অর্থ দিয়ে এই রাস্তাটি কয়েকবার মেরামত করে থাকেন। কয়েক দিন ঠিকমতো মানুষ চলাচল করার পর আবারও রাস্তার বেহাল দশা সৃষ্ট হয়।