
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় রায়গঞ্জ ব্লাড ডোনার ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে | এ উপলক্ষ্যে জনাব মোঃ আহসান হাবিব আসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের কৃতি সন্তান এবং গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্রী শুশান্ত কুমার মাহাতো | অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ তানজিল পারভেজ ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কালাম আজাদ রিদয় | অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ক্লাবটির বিভিন্ন ব্লাড ডোনার ও ডোনার ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।