প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ কৃষকলীগের পক্ষথেকে কৃষকের পাকাধান কেটে ঘরে তুলে দেওয়া কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন বৈকন্ঠপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের জমির ধান কেটে দেন কৃষকলীগ নেতৃবৃন্দ | কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর পরিচালক কৃষিবিদ জনাব মোঃ সাখাওয়াত হোসেন সুইট | কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম নান্নু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ রেজাউল করিম বাচ্চু, ধানগড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি পদপ্রার্থী জনাব মোঃ বকুল হোসেন, স্থানীয় মেম্বার, আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ |
কৃষকলীগ নেতৃবৃন্দের ধান কাটার দৃশ্য