মোঃ ওমর ফারুক খান জুবায়ের | সিরাজগঞ্জ |
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দুইটি ভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে | ইট ভাটা দুইটি হল, মেসার্স সেতু ব্রিকস (আবুদিয়া) এবং মেসার্স মামা ভাগ্নে ব্রিকস (কয়ড়া) | সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এন ডি সি) ও পরিবেশ অফিস সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন |এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) জনাব মোঃ রিদওয়ান আহমেদ রাফি উপস্থিত ইট ভাটা মালিকদের উদ্দেশ্য করে বলেন, এখন থেকে এই ধরণের অভিযান চলমান থাকবে সুতরাং আপনাদেরকে ইট ভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন, ২০১৩ মেনে ইট ভাটা চালাতে হবে|