বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

রামগড় বাজারে মূল্য তালিকা প্রদর্শনে সতর্কতা: ইউএনও মমতা আফরিনের নেতৃত্বে মনিটরিং কার্যক্রম

Logo
Desk Report 2 বুধবার, ১৬ ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ

মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বর্তমান বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রক্ষায় রামগড় উপজেলার রামগড় বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক মমতা আফরিন।

১৬ অক্টোবর রোজ বুধবার সকাল ১০টায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক মমতা আফরিন কর্তৃক এ ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বাজার মনিটরিং করা হয়।

এসময় ইব্রাহিম পোল্টি দোকানে মূল্য তালিকা না থাকায় এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিভিন্ন দোকানদারদের অবশ্যই মূল্যতালিকা প্রদর্শনসহ এক সপ্তাহের মধ্যে ট্রেড লাইসেন্স বিহীন দোকানদারদের লাইসেন্স করণসহ যাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি তাদেরকে ট্রেড লাইসেন্স নবায়ন করার নির্দেশ প্রদান করা হয়।

বাজারের সকল দোকানিকে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয় এবং সতর্ক করা হয়। ইউএনও মমতা আফরিন জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। এ সময় রামগড় থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন, তারা মনিটরিং কার্যক্রমে সহযোগিতা করেন।

ADVERTISEMENT

মাইদুল হক মিকু: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …

বান্দরবানে পিসিএনপি কর্তৃক প্রতিষ্ঠিত ‘সাঙ্গু বিলাস’ ছাত্রাবাস এর শুভ উদ্বোধন করলেন বান্দরবান রিজিয়ন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান …

মোজাহের ইসলাম নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজ উদ্দিনকে গ্রেপ্তার …

মোজাহের ইসলাম নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: জাতীয় পার্টি (জাপা) একটি ভুয়া রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। …