
মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আজ ০২ অক্টোবর, বুধবার সকাল ১০.০০ ঘটিকায় রামগড় উপজেলাধীন, রামগড় পৌরসভার ০৯ নং ওয়ার্ড এ অবস্থিত রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসায় নতুন দাতা সদস্য হিসেবে অত্র মাদ্রাসার ফান্ডে নগদ(চেক) ২ লক্ষ টাকা অনুদান দিয়ে আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, আবু নোমান মোঃ আজহারুল ইসলাম, তিনি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এবং রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভুঁইয়ার জ্যেষ্ঠ পুত্র।
এই সময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফখরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ -সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, রামগড় পৌর বিএনপি সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্ল্যা, রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া, প্রমুখ।
এসময় শিক্ষকদের পাশাপাশি ম্যানেজিং কমাটি’র সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।