মাহমুদুল হাসান, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড় উপজেলার বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যরা। মঙ্গলবার (৬ আগস্ট)রামগড় কলেজ শহীদ মিনারে মোমবতি জ্বালিয়ে শিক্ষার্থীরা রামগড় বাজার, গর্জন তলীসহ আশপাশের ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ।
খাগড়াছড়ির সাবেক রোভার স্কাউটের সদস্যরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এবং সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও জানানো হয়, রামগড়ের স্থানীয় শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যরা বিভিন্ন বৌদ্ধ বিহার, মন্দিরে পাহারায় রয়েছেন। যতদিন প্রয়োজন ততদিন এভাবে পাহারা রাখার কথা জানিয়েছেন।
এদিকে, গত কাল (০৭ আগষ্ট )বুধবার থেকে রামগড় ও খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা।রামগড় কালিবাড়ী মোড়, খাগড়াছড়ির শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ারে এ দৃশ্য দেখা যায়। অনির্দিষ্টকালের জন্য পুলিশের কর্মবিরতি থাকায় জেলার কোথাও দায়িত্ব পালন করছেন না পুলিশ সদস্যরা।
তাছাড়াও সাধারণ শিক্ষার্থীরা আরও কিছু কাজ করেন।
১.রামগড় পৌরসভায় আলোচনা।
২.রামগড় সরকারী ডিগ্রী কলেজ সংসদ ছাত্রদের জন্য খুলে দেওয়া।
৩.ইজিবাইক সমিতির সাথে আলোচনা।
৪.সিএনজি সমিতির সাথে আলোচনা।
৫.রামগড় ট্রাফিক নিয়ন্ত্রণ।
৬.রামগড় মন্দির পাহারা।
এবং সারাদেশে ন্যয় ছাত্রদের টিম করে রামগড় শহরের ময়লা,আবর্জনা পরিস্কার, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন করা,লুটপাট রোধে সতর্ক থাকা সহ আরো বিভিন্নভাবে সংযুক্ত থাকবে বলে ছাত্ররা জানায়।