মাহমুদুল হাসান, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ হাজার ৮৪৩ ভোট। তাঁর নিকটতম প্রার্থী ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের। দোয়াতকলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ৪৪৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মোবারক হোসেন বাদশা ১০ হাজার ৯শ ৭১ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাছিমা আহসান নীলা ১৬ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।