মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সাংসদ ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার নির্দেশে এবং উপজেলা বিএনপির পরামর্শে রামগড়ের অন্তুপাড়া, বাজার চৌধুরীপাড়া, কলাবাড়ী, খাগড়াবিল এবং শহীদ জিয়া খালপাড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল আলম আরিফ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম, মারমা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক লাব্রে মারমা, উপজেলা যুবদলের মোঃ ইসমাইল, মোঃ রায়হান, মোঃ আজিম, মোশাররফ হোসেন, নুর হোসেন এবং রামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকতার হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবু তাহের রনি, যুবদলের সদস্য মুক্তার ফারুক এবং মোঃ ফারুক হোসেন আর্থিকভাবে সহায়তা করেছেন।
বিতরণকালে উপস্থিত বক্তারা, বিশেষ করে জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ সিরাজুল ইসলাম, পার্বত্য অঞ্চলে ওয়াদুদ ভুইয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং শিক্ষায় তাঁর অবদান তুলে ধরেন। পাশাপাশি আগামী নির্বাচনে তাঁর নেতৃত্বকে আরো শক্তিশালী করার আহ্বান জানান এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ছাত্র-ছাত্রীদের পরিবারের কাছে ভোট প্রার্থনা করেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে তাদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।