মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯০০ শিক্ষার্থী দুর্নীতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটির সহযোগিতায় রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ রবিবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য ও সাংবাদিক করিম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন এবং বিভিন্ন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
শিক্ষার্থীরা জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন এবং সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ হতে শপথ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা ও সমাজসেবার প্রতি মনোযোগী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার মানসিকতা তৈরি করতে উদ্বুদ্ধ করা হয়।