শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

রামগড়ে দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

Logo
Desk Report 2 রবিবার, ০৩ ২০২৪, ৩:৫৮ অপরাহ্ণ

মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯০০ শিক্ষার্থী দুর্নীতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটির সহযোগিতায় রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ রবিবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য ও সাংবাদিক করিম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন এবং বিভিন্ন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

শিক্ষার্থীরা জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন এবং সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ হতে শপথ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা বিতরণ করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা ও সমাজসেবার প্রতি মনোযোগী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার মানসিকতা তৈরি করতে উদ্বুদ্ধ করা হয়।

ADVERTISEMENT

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …