ফারহানা আক্তার, খাগড়াছড়ি
খাগড়াছড়ির রামগড়ে ক্ষুধার্ত অসহায় ও গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (০৫ এপ্রিল) বিকালে ওয়ার্ল্ড ফুড ফাউন্ডেশনের সহযোগিতা উপজেলার ০৪ নং পৌর ওয়ার্ড মাষ্টারপাড়া টাউন হল এলাকায় সংগঠনের চেয়ারম্যান খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদের পক্ষ থেকে অন্তত অর্ধশত গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য পৌর কাউন্সিলর আহসান উল্লাহ্।
প্রতিষ্ঠানের প্রকল্প সমন্বয়ক মাকসুদা আক্তারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে সংগঠনের সদস্য সাংবাদিক মোঃ মাসুদ রানা, সেচ্ছাসেবী-মোবাশ্বের আলী, খাদিজা আক্তার, ফাতেমা নাজনীন এতে উপস্থিত ছিলেন।
প্রতি মাসে অন্তত একদিন অসহায় ক্ষুধার্তদের মাঝে এ খাবার বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান সংগঠনটির প্রকল্প সমন্বয়ক মাকসুদা আক্তার।
ADVERTISEMENT