বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

রাব্বির বিধ্বংসী ইনিংস, দুইশ’র দোরগোড়ায় রাজশাহী

Logo
ডেস্ক রিপোর্ট সোমবার, ৩০ ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ

বিপিএলে অনেকটা দিন পরে ফিরে এসেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দুর্বার রাজশাহী নামে প্রত্যাবর্তন তাদের। আর সেই প্রত্যাবর্তনের প্রথমাংশ দারুণভাবেই রাঙিয়ে রাখল তারা। আর তাতে বড় অবদান রেখেছেন এনামুল হক বিজয় এবং চৌধুরী ইয়াসির আলী রাব্বি। দুজনেই পেয়েছেন ফিফটি। আর তাদের সেই ফিফটিতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে দুর্বার রাজশাহী। 

 

বিপিএলের প্রথম ম্যাচে টসে জিতে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সিদ্ধান্ত নেন বল করার। সেই সিদ্ধান্তটা কিছুটা আত্মঘাতীই হয়ে এসেছে তাদের জন্য। এনামুল বিজয় ৫১ বলে করলেন ৬৫ রান। আর ইয়াসির রাব্বি থামলেন ৯৪ রানে গিয়ে। মাত্র ৪৭ বল খেলে ৭ চার এবং ৮ ছক্কায় খেলেছেন এই ইনিংস। এই দুজনের ইনিংস রাজশাহীকে তাদের প্রত্যাবর্তনের ম্যাচে এনে দিয়েছে ১৯৭ রানের বিশাল সংগ্রহ।

যদিও শুরুতে জিসান আলমের ডাক মারার পর একটা ধাক্কাই খেতে হয়েছে রাজশাহীকে। কাইল মায়ার্সের বলে ইনসাইড এজে হয়েছেন বোল্ড। অপর ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস কিছুটা আভাস দিয়েছিলেন ঝড়ের। কিন্তু মায়ার্সের স্লোয়ার বলে টাইমিং গড়বড় করে হয়েছেন আউট। দলীয় ২৫ রানেই ২ উইকেট হারায় দুর্বার রাজশাহী। কিন্তু এই বিপর্যয়ের পরেই যেন ঝড় তোলা শুরু করে রাজশাহী।

 

অধিনায়ক এনামুল বিজয় পেয়েছেন এবারের বিপিএলের প্রথম ফিফটি। ৪১ বলে পূরণ করেন ফিফটি। খানিক পরেই তাতে যোগ দেন ইয়াসির রাব্বিও। দুজনে ৮৭ বলে করেছেন ১৪০ রানের বড় জুটি। বিজয় ৬৫ রানে ফিরলেও ইয়াসির রাব্বি ছিলেন অপরাজিত। বরিশালের রিপন মন্ডলের ওপরেই ঝড় গিয়েছে বেশি। ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান।

বরিশালের হয়ে সূচনা ভালো হয়নি শাহিন আফ্রিদি। ৪ ওভারে দিয়েছেন ৩৩ রান। পাননি উইকেটের দেখা। আরেক পাকিস্তানি ফাহিম আশরাফ ৪২ রান খরচা করে পেয়েছেন ১ উইকেট।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …