বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম ব্যুরো
সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৭ মে সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
এ ইউনিয়নের ৯ টি কেন্দ্রে বুথ রয়েছে ৩৯ টি। মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৬ শত ৫৪ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জনপ্রার্থী, মেম্বার পদে প্রার্থী হয়েছেন ৩১ জন আর সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী থাকলেও নৌকা প্রতীকের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলিমুর রাজী টিটুর সাথে টেলিফোন প্রতীকের প্রার্থী ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবদুল কাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলেএলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়। অন্যান্য প্রার্থীরা হলেন অটোরিকশা প্রতীকের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এসএম দিদারুল আলম, আনারস প্রতীকের সাবেক প্যানেল চেয়ারম্যান শওকত হোসেন, মোটরসাইকেল প্রতীকের সাবেক মেম্বার সাহাব উদ্দীন শামীম, টেবিল ফ্যান প্রতীক নিয়ে মোহাম্মদ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াশতাধিক পুলিশ সদস্য, র্যাব, কোস্ট গার্ড, আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে বলে জানায় নির্বাচন কমিশন সূত্র।