চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নাং ওয়ার্ড বিদিরপুর গ্রামে ঘটে যাওয়া গত জুন মাসের ২৫ তারিখ জাতীয় দৈনিক সরেজমিন বার্তায় একটি ভিডিও নিউজ প্রকাশিত হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে যাচাই করে জানা যায় আব্দুল রাজ্জাক যে বক্তব্য দেয় তার বক্তব্যের সাথে থানায় যে এজাহার করে সেই এজাহারের ভিন্নতা দেখা যায়। উক্ত ঘটনার আব্দুল রাজ্জাক বক্ত্যব্য দেয়......
আর উক্ত ঘটনার বিষয় এজাহার এ লিখে ২২/০৬ /২০২৪ তারিখ রাএি অনুমান ৯ টা ৪০ ঘটিকার সময় আমি বিদিরপুর মোড় হতে বাড়ি যাওয়ার পথে বিদিরপুর গ্রামস্থ জনৈক মনিরুল হাজির বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে উক্ত আসামীগণ সহ আরও অজ্ঞাত ৩/৪ জন বিবাদী পূর্ব শত্রুতার জের ধরিয়া একটি সাদা মাইক্রোবাস নিয়া আমার পথ রোধ করে এবং জোরপূর্বক আমাকে গাড়িতে উঠাইয়া নেয়।উক্ত আসামিগণ আমাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং আমাকে এলোপাতারি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে লিলা ফোলা কালশিরা জখম করে। আসামীগণ আমার নিকট হইতে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেই। আসামিগন আমাকে বলে যে তোর বাড়িতে ফোন কর এবং তোর নামীয় একটি চেক ও তোর কাছে জমা থাকা এক নাং আসামি মোঃ আব্দুল আলিম এর নামীয় একটি চেকের পাতা দেওয়ার জন্য আমাকে বলে। আসামিগণ তাদের ব্যবহারিত মোবাইল নাম্বার থেকে আমার ছেলে আব্দুল আলিম এর মোবাইল নাম্বারে কল করে। আমি আমার ছেলেকে আমার নামীয় একটি চেক ও ১ নং বিবাদীর নামীয় চেকের পাতা আনার জন্য বলি। আসামীগনের কথামতো ২২/৬/২০২৪ তারিখ রাত্রি অনুমান ১১.৫০ ঘটিকার সময় আমার ছেলে মোঃ আব্দুল আলীম অএ থানাধীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাস্হ বটতলা হাট মোড়ে আসিয়া আসামীগনকে উক্ত চেকের পাতা দুইটি প্রদান করে। ২৩ /৬/২০৪ তারিখ ভোর আনুমান ৪ ঘটিকার সময় উক্ত আসামিগণ আমাকে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নিয়ে আসিয়া প্রাথমিক চিকিৎসা প্রদান করায়। আসামিগন আমাকে বলে এই ঘটনাটি যদি তুই কাউকে বলার চেষ্টা করিস তাহলে তোকে প্রাণে শেষ করিয়া ফেলবো মর্মে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। আসামিগণ ২৩/ ৬/ ২০২৪ তারিখ ভোর আনুমান ৫ ঘটিকার সময় আমার বাড়ির সামনে নামাইয়া দিয়া যায়।
উক্ত ঘটনার ভিডিও বক্ত্যব্যর সাথে এজাহার এ অনেকটা ভিন্নতা থাকায় ভিডিওটি প্রকাশ করার কারণে ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি। এবং প্রতিবাদ জানাচ্ছি।