![](https://i0.wp.com/sorejominbarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
নিজস্ব প্রতিবেদক:ঢকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহানসহ বেশ কিছু ব্যাক্তি’র নামে হত্যা মামলা দায়ের করেছে একটি আইনি সহায়তা ও পরামর্শ দানকারী মানবাধিকার সংস্থা।ছাত্র -জনতার আন্দোলনে গত ৪ আগস্ট আশুলিয়া থানাধীন বাইপাইল বাসস্ট্যান্ড জেলা ঢাকাসহ পাশ্ববর্তী এলাকায় স্থানীয় জনসাধারণ আওয়ামী সরকার প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে বিক্ষুব্ধদের আন্দোলন প্রতিহত করতে আসামিগণ আশুলিয়া থানা পুলিশের সহায়তায় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র -জনতাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে ।সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে থানা ঘেরাও করে তাদের বিক্ষোভ প্রদর্শন করে।এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের নির্বিচারে ছোড়া গুলিতে দিনমজুর আবুল হোসেন ও ছাত্র তানভীর আহমেদ সুজাসহ কয়েকজনের মৃতদেহ পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলে ও ৯০ জন ছাত্র -জনতাকে নির্মমভাবে হত্যা করে।বিগত ৪-৬ তারিখ পর্যন্ত সংগঠিত ঘটনায় বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির ভাইস-চেয়ারম্যান মোঃ তোহা বাদি হয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় নালিশি আবেদন সিআর মামলা১২১৮/২০২৪ দায়ের করেন।ঘটনাটি থানার তৎকালীন ওসি’র নির্দেশনায় হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এমন অমানবিক ঘটনায় তখন আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ শতাধিক শিক্ষার্থী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।অবস্থানরত শিক্ষার্থীদের উপর স্থানীয় এমপির নির্দেশে আওয়ামী নেতা কর্মীরা অনাবরত গুলিবর্ষণ করে।অপর দিকে বাস স্ট্যান্ড সংলগ্ন ভবনের ছাদ থেকে পুলিশ সাধারণ পথচারী, শিক্ষার্থী,পোশাক শ্রমিকদের উপর গুলি চালিয়ে নৃশংস ভাবে তাদের হত্যা করে বলে বাদী আরজিতে জানিয়েছেন।বাদীর নালিশী আবেদনে বর্ণিত লাশ পোড়ানোর ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচারিত প্রতিবেদনে প্রমাণিত হয়।নালিশি আবেদনের অন্যতম আসামি মাফিয়া চক্রের সক্রিয় সদস্য শাহজাহান আওয়ামী সরকার আমলে ক্ষমতা ধর ব্যক্তিদের নাম ব্যবহার করে রাষ্ট্রের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে রাতারাতি অঢেল অর্থ সম্পদের মালিক বনে যায়।তার আয়কৃত অবৈধ অর্থ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সে বিভিন্ন স্থানে আওয়ামী অস্ত্রধারীদের অর্থায়ন করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।ছাত্র-জনতার অভূত্থানের বিজয়ের পর থেকে আন্দোলন প্রতিহতের অন্যতম অর্থায়ন দাতা শাহজাহান আত্মগোপনে চলে গেছে বলে একটি সূত্র জানায়।তার অর্থায়নে আন্দোলন প্রতিহত করতে গিয়ে যে নৃশংস ভাবে হত্যা যজ্ঞ সংগঠিত হয়েছে তার দায় ভার হিসেবে তাকে কেন আইনের আওতায় এনে কঠোর বিচার করা হবে না তা জানতে চায় নিহতদের পরিবার পরিজন।