
এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
রাজশাহী,গাজীপুর,বরিশাল,সিলেট ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঠিক করতে সভায় বসছে নির্বাচন কমিশন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হবে।সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার,ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আগামী মে মাসের শেষ থেকে জুনের মধ্যেই এই পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের নীতিগত সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছে ইসি।
কমিশনের সভায় আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া নির্বাচনী সংবাদ সংগ্রহ সাংবাদিকদের জন্য নীতিমালার বিষয়েও আলোচনা হবে।এদিকে আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।