সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

রাজশাহী মহাসড়কে একই পরিবারের ৩ জন নিহত

Logo
Desk Report 2 শনিবার, ২১ ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ

মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহত সকলেই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
আজ শনিবার (২১ডিসেম্বর)দুপুর ১টা ৩০মিনেটে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার শিবপুর হাট গ্রামীন ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।

নিহতদের মধ্যে হানিফ ব্যবসায়ী। আর তার স্ত্রী ফাতেমা খাতুন রাজশাহী সরকারি মহিলা কলেজে অনার্সের এবং যুথি পালোপাড়া স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। কেনাকাটা করে রাজশাহী শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন জানান, আজ দুপুরে একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহী মুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুত্বর আহত হন।

পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৪টার দিকে ফাতেমাও মারা যান।

এসআই ফিরোজ হোসাইন বলেন, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ADVERTISEMENT

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীতে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য কাভার্ডভ্যান ভর্তি অবস্হায় জব্দ করেছে র‍্যাব। এসময় কাঞ্চন পাল (২৭) নামে একজনকে আটক …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সেবা কার্যক্রমে শেকড় নামক একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু করেছে। রবিবার …

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …