মোঃ রাকিবুল ইসলাম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী দুর্গাপুরে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষ্যে গগনবাড়ীয়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিএনপির অঙ্গসংগঠন, শহীদ পরিবারের সন্তানসহ অন্যান্য সংগঠন। ১৪ ডিসেম্বর, শনিবার শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুুক ই-মোহাম্মদ, দারিদ্র্য বিমোচন অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার রাকিবুল ইসলাম, বীর-মুক্তিযোদ্ধা আনসার আলী, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, অধ্যক্ষ হোসেন আলী শাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করীম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, দুর্গাপুর ডিগ্রী কলেজের প্রভাষক জিয়াউল হক রতন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর বুলেট সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় সভায় বক্তারা বলেন, শোকাবহ এই দিনে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করি। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। জাতি তাদের অবদান চিরদিন মনে রাখবে। বক্তারা আরও বলেন, জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য পরিকল্পনা নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের সকলের শ্রদ্ধার মানুষ শিক্ষক, সাংবাদিক, ডাক্তার সহ সকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। আজ সে শোকাবহ দিন। গভীর শ্রদ্ধার সাথে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি।