সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

রাজশাহী‌তে ইজতেমা মাঠে মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা, পা‌নি ও ওষুধ বিতরণ

Logo
Desk Report 2 শুক্রবার, ১৫ ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ

মোঃ রাকিবুল ইসলাম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী‌তে ইজতেমা উপলক্ষে সর্বস্তরের মুসল্লিদের সা‌ঝে বিনামূ‌ল্যে পানি, চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক‌রে‌ছেন মহানগর জাতীয়বাদী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও আখতারুজ্জামান ফাউন্ডেশনের প‌রিচালক ফৌজিয়া আবিদা জেসি।

বৃহস্প‌তিবার থে‌কে শুরু হওয়া তিন দিনব‌্যা‌পি অনু‌ষ্ঠিত ইজ‌তেমায় দূর দূরান্ত থে‌কে অংশ নেওয়া হাজার হাজার মুস‌ল্লি‌দের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানি ও চিকিৎসা‌ সেবার এই ব্যবস্থা সুব্যবস্থা করেন।

আ‌য়োজকরা জানান, ইজতেমা স্থলে অস্থায়ী মে‌ডি‌কেল ক‌্যাম্প স্থাপন ক‌রে মুস‌ল্লি‌দের ফ্রি চি‌কিৎসা সেবা,ওষুধ ও বিশুদ্ধ পা‌নি সরবরাহের ব‌্যবস্থা করা হয়। ইজ‌তেমা স্থল ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন পয়েন্টে উদ্যোক্তারা ক‌য়েক‌টি গ্রু‌পে যোগদান করে বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন ইজতেমার মুসল্লিরা।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চিকিৎসাসেবা প্রদানের জন্য আমাদের পক্ষ থেকে ইজতেমা ময়দানের পাশের চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই চিকিৎসা কেন্দ্রে শত শত রোগীকে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।

তিনি আরও ব‌লেন, আমা‌দের এই সেবামূলক কা‌জে মুসল্লিদের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পা‌নি সরবরাহের ব‌্যবস্থা করেন আখতারুজ্জামান ফাউন্ডেশনের অন‌্যতম প‌রিচালক ফৌজিয়া আবিদা জেসি।

ADVERTISEMENT

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সামনে রাস্তার সংলগ্ন সরকারি জায়গা থেকে ঐ …

সিরাজুল ইসলাম। আজ ব্রাক্ষণবাড়িয়ায় যুব ফোরাম সংগঠনের আয়োজনে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পৌর মুক্ত মঞ্চে। সভাপতিত্ব …

সিরাজুল ইসলামঃ আজ ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে যুব ফোরামের উদ্যোগে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত …

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিবিধিঃ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্চিত করার অভিয়োগ উঠেছে। বিনা টিকিটে ট্রেনে …