এস এম শাহজাহান কবির জুয়েল ফরিদপুর সদর উপজেলা প্রতিনিধি জাতীয় দৈনিক সরেজমিন বাত্া
ইং-১৫-১২-২০২৩ তারিখ ২১.১০ ঘটিকার সময় রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই দেওয়ান শামীম খানের নেতৃত্বে একটি টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ খিচুরী পট্রি ২নং গলির মঞ্জু প্রামানিক এর চায়ের দোকানের সামনে গলি পথের উপর হতে আসামী ১। মোঃ জাহিদ মিয়া (৩৭), পিতা-মৃত আঃ মালেক, সাং-উজানচর (গফুর মাতুবর পাড়া) ৪নং ওয়ার্ড, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে অবৈধ মাদকদ্রব্য ১০৪ (একশত চার) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৩১,২০০/-(একত্রিশ হাজার দুইশত) টাকা সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ADVERTISEMENT
0