
তাহের তারেক সাভার,
রাজনৈতিক পট পরিবর্তনের পর ইউনিয়ন পরিষদের সেবার হালচা ,রাজনৈতিক স্রোতো ধারায় পট পরিবর্তন হলেও ইউনিয়ন পরিষদের সেবার মান ধরে রেখেছেন যারা। কাজী ইসরাত জাহান মহিলা বিষয়ক কর্মকর্তা সাভার, ও প্রশাসক ধাসোনা ইউনিয়ন পরিষদ সাভার ঢাকা,
সাভার উপজেলায় আশুলিয়া থানা ধিন ধামসোনা ইউনিয়ন পরিষদের মান উন্নয়ন ও সেবার মান নিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সেবার মান বরাবরের মতো এখনো ঠিক রয়েছে আমরা সেবা নিয়ে সন্তুষ্ট।
ধামসোনা ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করে থাকেন যিনি মোঃ মতিউল আলম ইউপি প্রশাসনিক কর্মকর্তা ধামসোনা ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ মতিউল আলম বলেন সেবা প্রত্যাশীদের সেবা নিয়ে কোনো রকম অভিযোগ থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করে এবং আমি সেটিকে সমাধান করার সঠিক রাস্তা দেখিয়ে দেই এবং আমি নিজ উদ্যোগে সে কাজ সমাধান করে থাকি,
সেবা সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।