নাছির উদ্দিন, সিনিয়র রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং চলমান রাজনীতি নিয়ে নিজ বাড়ীতে সংবাদসম্মেলন করেছেন জাতীয় সাম্যবাদী দলের (এম এল) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
শনিবার (৯ আগস্ট) দুপুরে দমদমা এলাকার নিজ বাড়ীতে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে সাম্যবাদী দলের পক্ষ থেকে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে তিনিএমপি হিসেবে প্রার্থী হতে চান। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়নচাইবেন।
এসময় তিনি বলেন, বিগত সময়ে তিনি টানা ৫ বছরের জন্য আওয়ামীলীগ সরকারের অধীনে শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকরেছিলেন। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, একটা দেশের ধারাবাহিক উন্নয়নের জন্য একটা সরকারকেধারাবাহিক ক্ষমতায় থাকতে হবে। আমেরিকা অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আজকে যারা গণতন্ত্রেরকথা বলছে কার আমলে কেমন গণতন্ত্র ছিলো আমরাতো দেখেছি। আগামী বছর আমাদের জন্য ২টি বড় চ্যালেঞ্জ হচ্ছে তিস্তা ব্যারেজএবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা বুঝে নেয়া। যা আওয়ামীলীগ সরকার ছাড়া অন্য কোন দলের পক্ষে এটা সম্ভব নয়।
তিনি আরো বলেন, একটা এলাকার উন্নয়নের জন্য জনপ্রতি হিসেবে নির্বাচিত হওয়াটা খুব জরুরী। কারণ নির্বাচিত জনপ্রতিনিধিরাপারেন তাদের এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরীক দল হিসেবে জাতীয়সাম্যবাদী দলের পক্ষে থেকে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দাবী করছেন। পরে সাংবাদিকদেরবিভিন্ন প্রশ্নের জবাব দেন দিলীপ বড়ুয়া।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের মিরসরাই শাখার আহবায়ক সালে আহমদ মাস্টার, অধ্যাপিকা তৃপ্তি রাণীবড়ুয়া, বিজয় বড়ুয়া, সাংবাদিক সাইদুল ইসলাম, মো: দেলোয়ার হোসেন, এডভোকেট দীর্ঘতম বড়ুয়া, ইউপি সদস্য রণজিত বড়ুয়া, মো: জামসেদ আলম, মো: শাহাব উদ্দিন, মো: বেলাল উদ্দিন, সুবোধ বড়–য়া, ছাত্র নেতা চিরঞ্জিত বড়ুয়া প্রমুখ।