দেলোয়ার হোসেন
আজ (৩০ শে মে ২০২৪ )রোজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ও জোয়ারসাহারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। জোন ৪/১ মহাখালী ঢাকা সকাল ১১টা থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাখালী এলাকায় টি ০৭ (সাত) তলা নির্মাণাধীন ইমারতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে ভবনের আংশিক অপসারণ করা হয় এবং সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ করা হয়। ভবন মালিক ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণ ব্যতিরেকে কোন প্রকার নির্মাণ কাজ করবেন না মর্মে (তিনশত) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।
অপর একটি অভিযান পরিচালনা হয় জোয়ারসাহারা, ভাটারা,
মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে ভবন মালিকের নিকট থেকে (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং এবং ভবন মালিক ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণ ব্যতিরেকে কোন প্রকার নির্মাণ কাজ করবেন না মর্মে (তিনশত) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন
অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। অথরাইজড অফিসার ইমরুল হাসান
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন বলেন, নির্মাণাধীন ‘ ভবনে নকশার ব্যত্যয় করায় একটি ভবনের আংশিক অপসারণ এবং অপর একটি ভবনে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবশিষ্ট ব্যত্যয় অংশ অপসারনের জন্য মালিক পক্ষ নিজ উদ্যোগে আগামী ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নিবেন বলে (তিনশত )টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়েছেন।’
অভিযানে উপস্থিত ছিলেন জোন-৪/১ এর অথরাইজড অফিসার মো. ইমরুল হাসান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, অন্যান্য ইমারত পরিদর্শকও অন্যান্য কর্মকর্তাবৃন্দ
জোন ৪/১এর অথরাইজড অফিসার মো. ইমরুল হাসান বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা অত্র এলাকায় অভিযান পরিচালনা করেছি। রাজউকের নিয়ম ভঙ্গ করে ভবিষ্যতে যাতে কোন ভবন মালিক অনিয়ম করতে না পারে সে ব্যবস্থা নিচ্ছি ৷ তিনি আরো বলেন
রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করলে ভবনের ভারসাম্য যেমন নষ্ট হয়। আবার ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করার মাধ্যমে এসব ভবন মালিককে শাস্তির আওতায় আনার পাশাপাশি সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি।’