

মোঃ দেলোয়ার হোসেন
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল (৩০শে আগস্ট ২০২৩) ইং রোজ বুধবার রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দর থানার এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে একটি আভিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় রাজুর ঘরোয়া হোটেলে সামনে পাকা রাস্তায় উপরে মাদকদ্রব্য বিক্রি করার উদ্দেশ্যে ষাট উর্দ্ব বয়সী এক মহিলা মাদক নিয়ে অবস্থান করিতেছে ৷এসআই সোহরাব সঙ্গীসাথীদের নিয়ে ঘটনা স্থানে অবস্থান করিলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে উক্ত মহিলাকে হাতেনাতে ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন, গ্রেফতারকৃত আসামির নাম গোলবাহার বেগম (৬০) পিতা-মৃত কেরামত আলী সাং বোয়ালমারা থানা রায়পুরা জেলা নরসিংদী ৷ গ্রেফতারকৃত আসামি গোলবাহার কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা জানা যায় যে বয়বৃদ্ধ হওয়ার সুবাদে সু কৌশলে দীর্ঘদিন যাবত নরসিংদী থেকে গাজা বহন করে ঢাকাও ঢাকার বিমানবন্দ এলাকা এর আশেপাশে মাদক বিক্রেতাদের সাথে তার সুসম্পর্ক রয়েছে এবং প্রায়শী ঢাকায় মাদ আনা নেওয়ার কাজে নিয়োজিত থাকেন ৷গ্রেফতারকৃত আসামি গোলবাহারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ উদ্ধারকৃত মাদক (গাজার ) বর্তমান বাজার মূল্য (আড়াই লক্ষ) টাকা প্রায়৷
উক্ত ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মাদক আইনে একটি মামলার রুজু করা হয়েছে মামলা নাং ৪৩ তারিখ৩০/৮/২৩ইং ৷ উল্লেখ্য এসআই সোহরাব হোসেন পূর্বের কর্মস্থল গুলশান ওবাড্ডা থানায় চাকরিরত অবস্থায় নিষ্ঠা ও সুনামের সহিত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসেছে ৷ উক্ত বিষয় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান আমাদের প্রতিবেদক কে জানান আমার থানা এলাকা প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে ,মাদক ব্যবসায়ী যত বড় শক্তিশালী হোক না কেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ৷