শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

রাজধানী বাড্ডা হইতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার অস্ত্র তৈরি কারখানা আবিষ্কার

Logo
delowar621@hotmail.com মঙ্গলবার, ১২ ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

দেলোয়ার হোসেন
সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল (১১ মার্চ ২০২৪) তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রটির মূলহোতা অস্ত্র তৈরিকারী ১। মোঃ মোখলেছুর রহমান সাগর (৪২), পিতা-আব্দুল হাসেম, সাং-নবীনগর মাধ্যপাড়া, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ও তার অস্ত্র তৈরির প্রধান সহযোগী ২। মোঃ তানভির আহম্মেদ (৩২), পিতা-একেএম ফজলুল হক, সাং-জগন্নাথকাঠি, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুর’দের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোখলেছুর ও তানভিরের দেওয়া তথ্যমতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ১২ মার্চ আনুমানিক ভোররাত রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন হাজী আব্দুল হামিদ রোডস্থ পূর্ব-পদরদিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে উক্ত অবৈধ অস্ত্র তৈরি ও ব্যবসায়ী চক্রের অপর ০৪ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ৩। অনিক হাসান (২৮), পিতা-ইমাম মেহেদী, মাতা- চম্পা বেগম, ৪। মোঃ আবু ইউসুফ সৈকত (২৮), পিতা-মোঃ আবুল হোসেন, ৫। রাজু হোসেন (৩৮), পিতা-মৃত মন্টু মিয়া ও ৬। মোঃ আমির হোসেন (৪০), পিতা-মোঃ চানঁমিয়া, সর্বসাং-দক্ষিন কৌড়ি খাড়া, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪টি পিস্তল, ০৪ রাউন্ড কার্তুজ পিস ৭টি পিস্তলের কাঠের ফর্মা, ১০টি ফায়ারিং ম্যাকানিজম, ০৪টি ট্রিগার, ০২টি পিস্তলের হ্যান্ডগ্রিপ, ০২টি ড্রিল বিট, ০৫টি রেত, ৫০টি স্প্রিং, ৪০টি পিস্তলের নাট বল্টু, ০২টি কম্পাস, ০৩টি গাজ, ০৪টি ক্লাম, ০২টি ড্রিল মেশিন, ০২টি বাইস, ০১টি বার্ণি স্কেল, ০১টি মুগুর, ০৪টি ক্লাম, ২০টি হেস্কো ফ্রেম, ০২টি গোল্ড এলএস ফ্লাম, ০১টি টুল বক্স, ০১টি গ্যারেন্ডার মেশিন, ০১টি কাঠের যোগান, ০১টি হাতুরি, ০৪টি শিরিস কাগজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মোঃ মোখলেছুর রহমান সাগর উক্ত অবৈধ অস্ত্র তৈরি ও অস্ত্র ব্যবসায়ী চক্রটির মূলহোতা। সে পেশায় একজন ভাস্কর্য/মূর্তি তৈরির কারিগর। উক্ত ভাস্কর্য/মূর্তি তৈরির দক্ষতার সুবাদে মোখলেছুর রহমান সাগর ভারতের কলকাতায় এবং আসামের শিলিগুঁড়িতে প্রায় ১২ বছর যাবৎ সেখানে ভাস্কর্য/মূর্তি তৈরির কারিগর হিসেবে কাজ করে আসছিল। পরবর্তীতে সেখানে সুকুমার নামক একজন অস্ত্র তৈরির কারিগরের সাথে তার পরিচয় হয় এবং ঐ ব্যক্তির কাছ থেকে মোখলেছুর রহমান সাগর অস্ত্র তৈরির দক্ষতা অর্জন করে। অতঃপর মোখলেছুর রহমান সাগর দেশে এসে অস্ত্র তৈরি করে স্বল্পদিনে কোটিপতি হওয়ার আশায় উক্ত অবৈধ অস্ত্র তৈরি করে মোটা অংকের অর্থের বিনিময়ে সরবরাহের পরিকল্পনা করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে ৷

ADVERTISEMENT

মোজাহের ইসলাম নাঈম ব্যুরো চীফ নোয়াখালী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাতায়াতের একমাত্র সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত দুই বছর ধরে এ …

সাদ্দাম হোসেন স্টাফ রিপোর্টার সংযুক্ত আরব আমিরাতে সোয়া তিন কোটি টাকার লটারি জিতেছেন রুবেল হোসেন চাঁনহাজী (৩৭) নামের এক বাংলাদেশি। তার বাড়ি …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তলন র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: আগামীর দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা বাস্তবায়নে সাধারন জনগনের মাঝে লিফলেট …