
মোঃ দেলোয়ার হোসেন
গত(০৫ জুলাই ২০২৪) রোজ শুক্রবার র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার গুলশান এলাকায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল ঘটনা স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিবার মাদকসহ গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাজ্জাদুল ইসলাম @ দোলন (২৭), পিতা- মোঃ সাইদুল ইসলাম @ শহিদুল ইসলাম, থানা- মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট (থানা-গুলশান, ডিএমপি, ঢাকা)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ধৃত আসামীর নিকট হতে ২৮৫ বোতল বিদেশী মদ (২৭১.১৩ লিটার), ০১টি প্রাইভেটকার, ০২টি মোবাইল ফোন, ০৪ টি সিমকার্ড ও নগদ-৪৫০/- টাকা উদ্ধার করা হয়। উত্তরকৃত মাদকের বর্তমান বাজার মূল্য কয়েক লক্ষ টাকা

ধৃত মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাদুল ইসলাম @ দোলন (২৭)কে, জিজ্ঞাসাবাদে জানা যায় যে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ওয়্যারহাউজ হতে অবৈধ উপায়ে বের করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনোনুমোদিত বার, রেস্টুরেন্টে মাদক সরবরাহ ও ব্যবসা করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ADVERTISEMENT