দেলোয়ার হোসেন
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত( ০৮ ডিসেম্বর ২০২৩ ) তারিখ মধ্যরাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৩,২০,০০০/- (তেরো লক্ষ বিশ হাজার) টাকা মূল্য ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কামরুজ্জামান (৩১), পিতা-মৃত নূর উদ্দিন, সাং-ঠাকুরের মাটি মধ্যাংশ, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়