
দেলোয়ার হোসেন
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় অাজ( ০৩ নভেম্বর ২০২৩) তারিখ ভোরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৬,৬২,৫০০/- (ছয় লক্ষ বাষট্টি হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ২০ (বিশ) কেজি গাঁজা ও ২৫ (পঁচিশ) বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোহাম্মদ মহশীন (২৩), পিতা-মৃত আক্তার হোসেন, সাং-কালাপানি, থানা-মানিকছড়ি, জেলা-খাগড়াছড়ি, ২। মোঃ খোকন (২৬), পিতা-শফিকুল ইসলাম, সাং-পশ্চিম বেলাবাড়ী, নামড়ীর পাড়, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট ও ৩। মোঃ আরমান হোসেন (২০), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-গ্যাসফিল্ড, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি লড়ি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ে ৷