দেলোয়ার হোসেন
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, শিশু হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৩৮ জন’কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত*।
আজ( ২৮ ফেব্রুয়ারি ২০২৪) রোজ বুধবার সকালইং ১৩.৩০ ঘটিকা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, শিশু হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৩৮ জন’কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।
৩। সম্প্রতি সংঘবদ্ধ দালাল চক্র রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, শিশু হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহিতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদেরকে দ্রুত ও ভাল সেবা প্রদান করার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে। দালাল চক্রটি অল্প সময়ে ডাক্তারী সেবা দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এসব ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। উক্ত বিজ্ঞপ্তিটির নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। উপরোক্ত এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ ফেব্রæয়ারি ২০২৪ ই তারিখে আনুমানিক ১০.৩০ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু হাসান ও মোঃ মাজহারুল ইসলাম এর পরিচালনায় রাজধানীর শেরেবাংলা নগর এ অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, শিশু হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দালাল চক্রের ৩৮ জন’কে গ্রেফতার করে। আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।