রাজধানী বনানী হইতে ছিনতাই চক্রের মূল হোতা কালা সজীবসহ তিনজন গ্রেফতার
দেলোয়ার হোসেন
রাজধানীর বনানী টি এন টি ৫ নাম্বার গেটে ছিনতাই প্রস্তুতি কালে একটি সঙ্ঘবদ্ধ ছিনতাই কারী কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেন র্র্যাবেরএর একটি আভিজনিক দল মাদক সন্ত্রাস ছিনতাই রাহাজানি অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ
অাজ( ১৩ ই আগস্ট ২০২৩ )ইং তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকার বনানী থানাধীন ০৫নং টিএনটি গেইটের মসজিদ এর সামনে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের কতিপয় সদস্যরা ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের গ্যাং লিডার ১) মোঃ সজিব@কালা সজিব (২২), পিতা-মোঃ কাওসার, জেলা-টাঙ্গাইল, এবং তার সহযোগী ২) মোঃ ইব্রাহীম (২০), পিতা-মোঃ আমজাদ হোসেন, জেলা-বগুড়া, ৩) মোঃ ইমন ইসলাম (২১), পিতা-মৃত কামাল, জেলা-নরসিংদী’দেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় আসামীদের নিকট হতে ছিনতাইকাজে ব্যবহৃত *০২ টি চাকু, ০১টি খুর এবং ০২ টি মোবাইল ফোন* উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।