দেলোয়ার হোসেন
র্যাব প্রতিষ্ঠার পর থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে জনগণের আস্তা অর্জন করেছে এবং বিভিন্ন সময় অপরাধীদের আইনের আওতায় ত্রনে সুনাম অর্জন করেছে ৷ বিভিন্ন সময় চাঞ্চল্যকর ঘটনায় অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে এছাড়া বিভিন্ন সময় দেশে প্রত্যন্ত অঞ্চলে কিশোর গ্যাং এর আবির্ভাব ঘটেছে এবং চঞ্চল্যকর কিছু ঘটনাও ঘটেছে ,ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে রেপ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ৷
বর্তমান সময়ে কিশোর গ্যাং, গ্যাং কালচার, উঠতি বয়সি ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সাথে অন্য গ্রুপের মারামারি করা বহুল আলোচিত ঘটনায় পরিনত হয়েছে। গ্যাং সদস্যরা এলাকায় নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য উচ্চ শব্দে গান বাজিয়ে দল বেধে ঘুরে বেড়ায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়, পথচারীদের উত্ত্যক্ত করে এবং ছোট খাটো বিষয় নিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হয়ে হাতাহাতি-মারামারি করে। এছাড়াও তারা নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য একই এলাকায় অন্যান্য গ্রুপের সাথে প্রায়সই কোন্দলে লিপ্ত থাকে। তাদের এই ধরনের চলাফেরার কারণে সাধারণ লোকজন তাদের অনেকটাই এড়িয়ে চলে।
র্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর বনানী থানাধীন বেলতলা আদর্শ নগর এলাকা, টিএন্ডটি কলোনী ও কড়াইল বস্তি এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর কার্যক্রম সংক্রান্ত তথ্য পাওয়া যায়। জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তারের নামে পেশিশক্তি প্রদর্শন করে আসছে। তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে। এরই প্রেক্ষিতে কিশোর গ্যাং এর বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-১ সাস্প্রতিক সময়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় রাজধানীর বনানী থানাধীন বেলতলা আদর্শ নগর এলাকায় টিএন্ডটি কলোনীর পাশে কতিপয় কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নাশকতা করার জন্য একসাথে জড়ো হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দলটি
গত)( ১৬ জুলাই ২০২৩ )তারিখ রাজধানীর বনানী থানাধীন বেলতলা আদর্শ নগর এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ‘ পিচ্চি জয়’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ১) মোঃ আব্দুর রহিম (১৮), পিতা-মৃত রিপন হাওলাদার, জেলা-শেরপুর, ২) মোঃ রনি মিয়া (১৭), পিতা-মোঃ হানিফ মিয়া, জেলা-শেরপর ৩) সুজন রায় (১৭), পিতা-মৃত সুব্রত রায়, জেলা-নেত্রকোনা’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০৩ টি পাইপ, ০৩ টি চাকু ও ০১ টি পাইপ সংযুক্ত চেইন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কিশোর গ্যাং ‘ পিচ্চি জয়’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। কিশোর গ্যাং ‘ পিচ্চি জয়’ গ্রুপের প্রধান বনানী থানাধীন কড়াইল বস্তির মোঃ জয়। কিছুদিন পূর্বে টিএন্ডটি কলোনীর কিশোর গ্যাং “জুয়েল” গ্রুপের সাথে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কড়াইল বস্তির কিশোর গ্যাং “ পিচ্চি জয়” গ্রুপের মারামারি হয়। এতে ধৃত আসামী আব্দুর রহিম ও পলাতক আসামী রতনসহ ‘পিচ্চি জয়’ গ্রুপের কয়েকজন সদস্য আহত হয়। এই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য ও এলাকার আধিপত্য বিস্তার এবং নিজেদের অবস্থান জানান দিতেই ‘পিচ্চি জয়’ গ্রুপের ৭/৮ জন সদস্য বেলতলা আদর্শ নগর এলাকায় জড়ো হয়।
ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, পিচ্চি জয় গ্রপের আনুমানিক সদস্য ২০/২৫ জন। তারা টাকার বিনিময়ে যে কোন পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল মর্মে স্বীকার করে। কিশোর গ্যাং এর বিপদগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-১ এর অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।