দেলোয়ার হোসেন
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল (২৯ ডিসেম্বর ২০২৩) তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার, উত্তরা পূর্ব থানাধীন হাউজবিল্ডিং এরাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ক্রয় বিক্রয়ের জন্য একটি প্রাইভেট কারসহ অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী ১) মোঃ জসিম (৩২), পিতা- ফিরোজ গোলদার, জেলা- পটুয়াখালী, ২) পলাশ সিকদার (৩৯), পিতা- মৃত জিন্নাত আলী সিকদার, জেলা- পটুয়াখালী, ৩) মনতোষ অধিকারী (৩৬), পিতা- বলরাম অধিকারী, জেলা- পটুয়াখালী ও ৪) তানভির আহমেদ (৪১), পিতা- মৃত ফারুখ আহমেদ, জেলা- বি-বাড়ীয়াদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৭২ লিটার বিদেশী মদ, ০১টি প্রাইভেট কার, ০৬ টি মোবাইল ফোন এবং নগদ ২৭০০/- টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মূল্য কয়েক লক্ষ টাকা, মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়!