দেলোয়ার হোসেন
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ( ০৬ ডিসেম্বর ২০২৪) র্যাব-১ উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, “ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন গাউসুল আজম এলাকায় কতিপয় অসাধু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য অবৈধভাবে গুদামজাত করতঃ বিক্রয় করিতেছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক ০১৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও বিয়ার সহ ০৬ জন মাদক ব্যবসার সাথে জড়িত অবৈধ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিদেশী মদ ও বিয়ারের সর্বমোট পরিমাণ ৩০০০ বোতল/ক্যান (১৫৫৮.৮০ লিটার)। এছাড়াও অবৈধ মাদক দ্রব্য বিক্রয়লব্ধ অর্থ নগদ-৩,২০,২৭৫/- (তিন লক্ষ বিশ হাজার দুইশত পঁচাত্তর) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান।