
দেলোয়ার হোসেন
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত কাল ( ২৭ আগস্ট ২০২৪) রোজ মঙ্গলবার র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকা উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় ০২ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১) মোঃ বাবলু প্রামানিক (৪২), পিতা মোঃ মহির উদ্দিন প্রামানিক, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাট এবং ২) মোঃ শহিদ (২৩), পিতা- মোঃ হাবিনুর রহমান, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাটদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকা হতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্যাস সিলিন্ডারে করে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত আসামীদের জিম্মা হইতে ৩৩৬ বোতল ফেন্সিডিল, ০১টি প্রাইভেটকার এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হতে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া অভিনব কায়দায় ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।