মো: পারভেজ মিয়া (রাঙ্গাবালী প্রতিনিধি)
পটুয়াখালী রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ দীর্ঘ দিন যাবৎ শূন্য থাকায় হারুন অর রশিদ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এতে রাঙ্গাবালী উপজেলা বিএনপি যুবদল,ছাত্রদল ও শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক বিশাল আনন্দ মিছিল বের করেন। সোমবার বিকের ৪ টায় হাজারো নেতার্মীদের নিয়ে মটর সাইকেল শোডাউন দিয়ে বাহেরচর চৌরাস্তা থেকে মিছিল বের করে বিএনপির অস্থায়ী কার্যলয় প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাপ্ত করেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাঁকে ফুলেল শুভেচছা জানান।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই আন্দোলনের তোরে দেশের ফ্যাসিবাদি সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেও তার দোসররা এখনও নানা ব্যাসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। এবং ১১৪ পটুয়াখালী ৪ আসনের গণমানুষের নেতা কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ ভাইয়ের হাত কে শক্তিশালী করতে হবে।২০২২ মে রাঙ্গাবালী উপজেলা বিএনপির আব্দুর রহমান ফরাজিকে সভাপতি এবং সাজাদুল ইসলাম শামীমকে সাধারন সম্পদক করে কমিটি ঘোষনা করা হয় । গত ২০২২ সালের ২৬শে ডিসেম্বর সাজাদুল ইসলাম শামীম মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন যাবৎ পদটি শূন্য থাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল, শক্তিশালী ও দলের বৃহৎ ঐক্যের স্বার্থে সহ সভাপতি হারুন অর রশিদ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।
বৈষম্য প্রতিরোধে শান্তি সম্মাননা পেলেন মুক্তি সমাচারের সিনিয়র বার্তা সম্পাদক সাংবাদিক আনজার শাহ
মাহবুব আলম, স্টাফ রিপোর্টার: রাজধানীতে বিশ্ব শান্তি দিবস পালনে ৩৫...