শাহরিয়ার সুমন– চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় পাহাড়ি বাগানের ফলজাত গাছ কাটাসহ ৩৪টি সীমানা পিলার ভাঙচুর করারঅভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে থানায় অভিযোগের জের ধরে সালাউদ্দিনের নেতৃত্বে আবারও হামলা করা হয়।
এবিষয়ে স্থানীয় আবুল হাশেম (৪৫) নামের এক ভুক্তভোগী তার জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে মো. সালাউদ্দীনসহ আরও ৮জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামী এলাকার চিহ্নিত সন্ত্রাসী সালাউদ্দিনের নেতৃত্বে গত ১৩ নভেম্বর সোমবারসকাল আনুমানিক ৭ টার সময় ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে, ফিল্মি স্টাইলে ভুক্তভোগী আমিন শরীফেরসাজানো বাগানে অতর্কিত হামলা চালিয়ে বাগানের গাছ ও কাঁটাতারের বেড়া ঘেরা তছনছ করে দেয়।
এসময় দেশীয় ফলের গাছগুলো রামদা দিয়ে কেটে টুকরো টুকরো করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া বাগানের নিরাপত্তাবেষ্টনীর কাঁটাতারের বেড়া এবং রড, কংক্রিট সিমেন্ট বালু দিয়ে তৈরী ৩৪টি খুঁটি বড়বড় হাতুড়ি হ্যামার দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙচুরকরে ধূলিসাৎ করে দেয়।
এসময় বাগানটির দেখভাল করার জন্য দায়িত্ব প্রাপ্ত, মালিকের ভাগিনা আব্দুল ছবুরের মুঠোফোনে ফোন করে তাকে মেরে ফেলার হুমকিপ্রদান করে সালাউদ্দিন। এর পূর্বেও তাকে একবার সালাউদ্দিন তার দলবল নিয়ে কিল–ঘুষি লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে জখমকরা হয় বলে জানায় ভুক্তভোগী।
উল্লেখ্য যে, ১৪ নভেম্বর এঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীরা রাউজান থানায় অভিযোগ দায়ের করেন।