সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

রসুলপুরে জায়গা জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম

Logo
ডেস্ক রিপোর্ট শুক্রবার, ১০ ২০২৫, ৬:১১ অপরাহ্ণ

ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাধীন ১৩ নং রসুলপুর ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসী শাহীন উদ্দিনের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৩ জানুয়ারি-২৫) সকাল ৯ টার দিকে উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড লাউতলী মকিম মিয়ার বাড়ির পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিবেশী আবুল কাশেমের সাথে শাহীন উদ্দিনের দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার স্থানীয় সমাজপতিরা শালিস করলেও বিবাদীগণ তাদের কোনো কথাই কর্ণপাত করেনি। ফলে শাহীন উদ্দিনের স্ত্রী সারা জাহান বাদী হয়ে নোয়াখালী অতিরিক্ত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার পিটিশন মামলা নং ৫০৫/২০২০, টি আর মামলা নং ১০১/২০২১। যাহা বিগত ১৬/১০/২০২২ ইং আদেশ নং ২৩ মূলে বিজ্ঞ আদালত বাদী সারা জাহান এর পক্ষে রায় প্রদান করেন।

সারা জাহান বলেন, বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দিলে আবুল কাশেম ও তার পরিবার আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের অশালীন গালমন্দ করতে থাকে। বিগত ২ মাস আগে আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরলে আবুল কাশেম ও তার ভাইয়েরা আমার স্বামীকে প্রাণনাশের হুমকি প্রদান করে। ঘটনার দিন তারা আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে, এতে তার মাথায় ৫টি সেলাই করতে হয়। এবং ডান হাতের মাঝামাঝি স্থান ভেঙে আলাদা হয়ে যায়।

সারা জাহানের স্বামী শাহীন উদ্দিন বলেন, গত ০৩/০১/২০২৫ শুক্রবার আনুমানিক নয়টার দিকে আমি আমার ভূমিতে হাল চাষ করতে গেলে আবুল কাশেম, তার ভাই আবুল খায়ের, স্ত্রী বিবি কুলসুম সহ ৪/৫ জন দৌড়ে এসে আমাকে লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা আমাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। যাহার রেজিঃ নং ৪৭/৬ তাং ০৩/০১/২০২৫ পরে আমার অবস্থা আশঙ্কাজনক দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য আমাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। যাহার রেজিঃ নং ৪৯/২ তাং ০৩/০১/২০২৫

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …