বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

রমজান মাসব্যাপী ইসলামী বইমেলায় মাকতাবাতুল হিজায নিয়ে এলো নানা রকম বইয়ের সমাহার

Logo
Ripon Howladur সোমবার, ০১ ২০২৪, ৪:১৩ অপরাহ্ণ

 

মোঃ রিপন হাওলাদার

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে মাসব্যাপী শুরু হওয়া ইসলামী বই মেলায় মাকতাবাতুল হিজায স্ট্রলে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ইসলামী বই।স্ট্রলটি ঘুড়ে দেখা যায় শরিয়তের বিধি বিধানের আলোকে রচিত অসংখ্য লেখকের বইয়ের সমাহার রয়েছে।

 

ইসলাম বই সংগ্রহকারীদের কাছে”মাকতাবাতুল হিজায”ইতিমধ্যেই আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

মেলায় বই সংগ্রহ করতে আসা এমন একজনের সাথে বললে তিনি বলেন,আমি গত দুই বছর ধরে এই মেলা থেকে বই সংগ্রহ করি।গতবছর পুরো মেলা ঘুড়ে কোথাও মনভুত বই পাচ্ছিলাম না। মেলা থেকে বের হতেই মাকতাবাতুল হিজায লেখা স্ট্রলটি চোখে পড়লো ভাবলাম বই না নিয়েই চলে যাবো এই স্ট্রলটি একটু বেশ কয়েকটি বই দেখার পর বইয়ের শিরোনাম গুলো খুবই ভালো লাগলো এবং কয়েকজন সাহাবীদের জীবনি ছিলো। কিন্তু এতো গুলো বই একসাথে নিলে বেশ কিছু টাকা লাগবে একটু সংকটও

ADVERTISEMENT

ছিলো পরে তারা আমাকে অবিশ্বাস্য মূল্যে বইগুলো প্যাকেজ করে নিতে সহায়তা করলো আলহামদুলিল্লাহ সেগুলো সবই পড়েছি।এবার আবার আসলাম এসেই দেখি বিভিন্ন বইয়ের সমাহার রয়েছে। অসংখ্য বই আবার অবিশ্বাস্য প্যাকেজ আকারে স্ট্রলটিতে পাওয়া যাচ্ছে আসা করছি এবারও ভালো কিছু বই সংগ্রহ করতে পারবো।

ইসলামী বই মেলায় আসা অপর একজন বলেন, ইসলামী বই প্রাপ্তীতে মাকতাবাতুল হিজায সৃজনশীল জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমাদের কাছে বিবেচিত।এই প্রতিষ্ঠানটিতে কুরআনে উল্লেখিত নবী রাসুল ও তাদের বর্ণিত ঘটনাবলির প্রামাণিক সংকলন করা বইগুলো এখানে পাওয়া যায় তা ছাড়া দামও অবিশ্বাস্য কম।

 

স্ট্রলে বই বিক্রির কাজে সহায়তাকারী মোঃ আল-আমিন খানের সাথে কথা বললে তিনি বলেন, আলহামদুলিল্লাহ বই ভালোই বিক্রি হচ্ছে।আমরাও বই গ্রহণকারীদের চাহিদা মতো পছন্দের লেখকের বই দিতে পারছি। এখানে শরিয়তের পরিভাষায় লিপিবদ্ধ বিভিন্ন ধরনের বই রয়েছে আমরা ক্রেতাদের মনভুতভাবে দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার গরীব এতিম ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে ফ্রিতে বই দেওয়ার ব্যবস্থা করেছেন।

 

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বই মেলার ২৪ নং স্ট্রলে যেসকল বই পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে বিশ্ব নবীর জীবনী,রাসুল(সা:) অবমাননার পরিণতি, বিষয় ভিত্তিক জুমার বয়ান,সিরাতে মুস্তফা,কাসাসুল কুরআন, ইসলামের ইতিহাস,ছয় নারীর আযাব,বিশ্ব সভ্যতায় মুসলিমদের অবদান এমন প্রায় ১০০’র অধিক ইসলামী বই রয়েছে। এছাড়াও অবিশ্বাস্য মূল্যে বিভিন্ন বইয়ের প্যাকেজ পাওয়া যাচ্ছে।

অন্যান্য সংবাদ

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মঙ্গলবার (৩ ডিসেম্বর) লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় …

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান ও …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। …