
জুনায়েদ কামাল, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সড়কগুলোর বেহাল দশা, ভাঙাচুরা সড়কে নিত্যদিনে ঘটছে দুর্ঘটনা। ভোগান্তিতে পড়েছে চালকসহ পথযাত্রীরা।
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রমজান বিবি বাজার থেকে জিরতলী সড়কে প্রতিদিন শতশত যান চলাচল করে। অথচ পাথর বিটুমিন ও ইটের কনা উঠে খানা খন্দে আর গর্তে যেন বেহাল দশা। একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে থাকে পানি জমে। হরহামেশাই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ফলে সড়কে নামলেই পোহাতে হয় চরম দুর্ভোগ। ভাঙচুরা এই সড়ক দিয়ে চলাচল করতে হয় চালকসহ পথযাত্রীদের। দুর্ভোগের যেন শেষ নেই জনসাধারণের। বাধ্য হয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে দুরত্বমুখি আশেপাশের সড়কে। প্রায় বছরখানেক ধরে সংস্কার না হওয়ায় সড়কগুলো যেনো গ্রামের মেঠোপথ হয়ে আছে। এই সড়কে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারসহ, অসংখ্য স্কুল মাদ্রাসা।
চালকদের দাবি, দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে সড়কের খানাখন্দের পরিমাণ। সংস্কারহীন ভাঙাচুরা সড়কে প্রতিদিন জানমালের ক্ষয়ক্ষতি বাড়ছে। সড়কের এমন দুর্ভোগে যানবাহন মেরামতে খরচ বেড়েছে কয়েকগুণ।
স্থানীয়দের দাবি, মাটি খেকো ব্যবসায়ীদের মাটির ট্রাক ও বড় যানবাহন চলাচলে ভাঙাচুরা সড়কটি দিনদিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এ সড়ক দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেন।