
মোঃ রিপন হাওলাদার
বিশ্বমানের আসল রকউল পণ্যের মোড়কে নকল পণ্য নিয়ে ব্যবহারকারীরা প্রতারিত হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
৭ জানুয়ারি বুধবার বিকালে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ( How to choose right insulation) শীর্ষক এক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনার অনুষ্ঠানের আলোচনা সভায় রকউল ব্যবহারকারীদের সতর্ক করতে এমন আহ্বান জানানো হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রকউলের ইন্ডিয়া এবং সার্কের ডিরেক্টর মি.ভিনায় প্রতাপ সিং।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রকউল ব্যাবহার কারীদের হাতে ভার্জিন, ফায়াররেটেড,ইউ এল সার্টিফাইড সম্পন্ন রকউল পণ্য পৌছে দেয়া আমাদের মূল উদ্দেশ্য।দেশের বাজারে রকউলের গুণগতমানের সূনাম নষ্ট করতে পুরাতন রকউল নতুনভাবে প্যাকিং করে রকউলের লোগো ব্যাবহার করে যারা নিম্নমানের পণ্য বাজারজাত করছে তাদের সতর্ক করা হচ্ছে।ভবিষ্যতে রকউলের নামে মানহীন এমন পন্য বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারী দেন।
টেকনিক্যাল সেমিনারে রকউলের আসল পণ্যের গুণগত মান ও ব্যবহারের সুযোগ সুবিধা সম্পর্কে বিভিন্ন প্রামাণ্য চিত্রের মাধ্যমে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া এবং বাংলাদেশের হেড অফ সেলস মি.সুপ্রাতিক ভট্টাচার্য,টেকনিক্যাল মার্কেটিং ম্যানেজার ভিমাল পাল।এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে রকউলের একমাত্র পরিবেশক ও সাইমুন ইন্টারন্যাশনালের সিইও মোঃ ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর/এইচ/সরে