রিফায়েত ইসতিয়াক হৃদয়ঃ
মানব কল্যাণ পরিষদ (MKP)_কর্তৃক আয়োজিত নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তি-শালিকরণে তরুণ সমাজ শীর্ষক "যুক্ত"প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন নেটজ জার্মান ও নেটজ বাংলাদেশ প্রতিনিধিবৃন্দ।
১৪/০২/২০২৪ ইং তারিখ রোজ বুধবার সকাল ৯:৪৫ মিনিটে তারা বদরগঞ্জ উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ সংগঠন (সিএসও)_এর সাথে মত বিনিময় করেন। মতবিনিময় সভা শেষে লালদিঘী ও/এ উচ্চ বিদ্যালয়ে, বাল্য বিবাহ ও যৌন হয়রানি বিষয়ক থিয়েটার দলের নাটক প্রদর্শনী দেখেন। এরপর শিক্ষার্থী ফোরাম ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সাথে আলোচনা করেন এবং পরবর্তীতে তারা রংপুরে ফিরে যান।