রংপরে মিঠাপুকুরে মামা এবং ভাগ্নে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু
ব্যুরো প্রধান রংপুর
রংপুরের মিঠাপুকুরে বিদ্যুতায়িত হয়ে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় হজরতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড় হজরতপুর গ্রামে দোকানে বিদ্যুতের সংযোগ নেওয়ার সময় বুলু মিয়া বিদ্যুতায়িত হন। এ সময় মজমুল হক ভাগনে বুলু মিয়াকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মিঠাপুকুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ প্রসঙ্গে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, অসাবধানতার কারণে ভাগনে বিদ্যুতায়িত হলে মামা মজমুল হক এগিয়ে যান। তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
ADVERTISEMENT