
নাটোর প্রতিনিধি:
নাটোরে শহরের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরুল ইসলাম সবুজ ওরফে ঘাইড়া সবুজকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার (২২ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টা দিকে কানাইখালি মাঠ এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়। সবুজ ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। সে বিগত সরকারের সময়ে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে পরিচিত ছিলো। তবে পট পরিবর্তনের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ছিলো তার চলাফেরা। গ্রেপ্তারের পর বিএনপি ও ছাত্রদলের নেতাদের সাথে বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে। এদিকে আওয়ামী লীগের কর্মসূচিতে থাকা বেশ কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। যা নিয়ে জেলা শহরটিতে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব রহমান বলেন, গতরাতে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছে ২ পিস ইয়াবা ছিলো। সদর থানায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে যার ভিতরে মাদক ও একটি হত্যা মামলা আছে। আমরা তাকে আজকে আদালতের সোপর্দ করলে আদালত জেল হাজতে প্রেরণ করেন।